কেন Bangalore এ GNM ও BSc নার্সিং পড়তে যাবো ?
GNM ও BSc নার্সিং 2024 – 25 সেশন এর INC এবং KSNC স্বীকৃত , Bangalore এর Top নার্সিং কলেজে ডিরেক্ট ভর্তি চলছে। যোগাযোগ মণ্ডল স্যার-8927002414
পশ্চিমবঙ্গ GNM ও BSc নার্সিং 2024 – 25 সেশন এর INC এবং WBNC স্বীকৃত , Kolkata এর Top নার্সিং কলেজে ডিরেক্ট ভর্তি চলছে। যোগাযোগ মণ্ডল স্যার-8927002414
যারা 2024 বা তার আগে H.S পাস করে আছো , তারা অযথা দেরি না করে আমাদের ব্যাঙ্গালোরের নার্সিং কলেজে সরাসরি অ্যাডমিশন নাও । প্রতি বছর প্রায় 10 লাখ ছেলে মেয়ে H.S পাস করে বেরুচ্ছে , তার 5 % ও যদি নার্সিং অ্যাডমিশন নিতে চাই , ভেবে দেখো 50000 ছেলে মেয়ে নার্সিং এ ভর্তি হবার জন্য চেষ্টা করছে প্রতি বছর ।
তারা সবাই কি নিজের রাজ্যে ভর্তি হতে পারবে Joint Entrance Exam দিয়ে ? বা এত সিট আছে কি ???????
GNM বা BSc নার্সিং পাস করার পরে শুধু মাত্র India না বিদেশেও যথেষ্ট চাকরির সুযোগ। বহু নার্সিং পাস ছেলে মেয়েরা -USA, Canada, Australia, Germany, UK, Middle East e মোটা বেতনের চাকরিতে কর্মরত, সাথে নানা সুযোগ সুবিধা।
সতর্কীকরন :-
নার্সিং কলেজের আইনত কোন Branch হয় না । নার্সিং কোনও Distance Education না। এগুলি নার্সিং কাউন্সিলের আইন বিরুদ্ধ । ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা সচেতন হন , নার্সিং কলেজ যে রাজ্যে অবস্থিত সেখানে সশরীরে গিয়ে ভর্তি হন এবং হোস্টেলে থেকে ক্লাস করুন , নিয়মিত হসপিটাল এ গিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিস করুন । একজন মুমূর্ষু রুগীর জীবন নার্সের হাতে , এটা ভুলবেন না । সঠিক ভাবে নার্সিং কাউন্সিল এর নিয়ম মেনে INC এবং State Nursing Council এর অনুমদিত কলেজ ক্যম্পাসে গিয়ে ভর্তি হন , যেখানে প্রচুর বাঙালী ছেলে মেয়ে আগে থেকে পড়ছে ।
নার্সিং পড়ার যোগ্যতা :-
- GNM 3 বছর এর কোর্স । যোগ্যতা – H.S 40% গড়ে ।
- BSc নার্সিং 4 বছর এর কোর্স । যোগ্যতা – H.S এ Physics , Chemistry, Biology তে 45 % প্রতি সাবজেক্ট ।
- Post Basic BSc Nursing ( 2 yrs ) – GNM পাস হতে হবে সাথে নার্সিং কাউন্সিল এর রেজিস্ট্রেশান থাকতে হবে।
N.B=>> Post Basic BSc ( PBBSc) এবং BSc Nursing দুটোই সমান , কেও আলাদা গুরুত্ব পাই না।
আমি Distance e NIOS থেকে H.S ( 10+2 ) পাস , আমি কি GNM নার্সিং এ ভর্তি হতে পারি ?
হ্যাঁ , অবশ্যই পারবে । NIOS যেহেতু কেন্দ্রিয় সরকার স্বীকৃত বোর্ড ।
BANGALORE এর নার্সিং কলেজে ভর্তির তারিখ : –
- Last Date :30 August 2024.
- Minimum age 17 Yrs ( 31st Dec 2024 )
N.B:-ক্লাস শুরু হবে September 2024 থেকে ।
ভর্তির জন্য যোগাযোগ করুন মণ্ডল স্যার 8927002414
2024-25 সেশনের Bangalore ও পশ্চিমবঙ্গ নার্সিং কলেজে ভর্তি চলছে।
- GNM নার্সিং ( Bengaluru) ( 3-বছর ) –মোট খরচ Rs 2.95 Lac ( 3- কিস্তি প্রতি বছর )।
- GNM Nursing Kolkata ( WBNC ) :-Rs 5 Lac including Fees, Hostel and Food.
- BSc নার্সিং ( 4-বছর ) ( KEA CET Exam Qualified Only ) -মোট খরচ Rs 8.50 Lac ( 3- কিস্তি প্রতি বছর )।
- আমাদের নার্সিং কলেজ WB Students Credit Card এর অন্তর্ভুক্ত।
এই প্যাকেজে ধরা আছে- টিউসন ফীস , এলিজিবিলিটী ফী, বোর্ড / ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, হোস্টেল, খাওয়া দাওয়া , হসপিটাল জেনেরাল ক্লিনিকাল , হসপিটাল ট্রান্সপোর্ট ।
- Post Basic BSc Nursing ( 2 Yrs ) -Total = Rs 2.50 Lac .
- যারা GNM Nursing পাশ করে আছ এবং State Nursing Council এর Registration আছে , তারা সরাসরি Post Basic BSc Nursing করতে পারবে।
- MSc Nursing ( 2 yrs ) :- Post Basic BSc Nursing ( 2 yrs ) বা BSc Nursing ( 4 yrs ) 50% নাম্বার সহ পাস হতে হবে সাথে ১ বছরের আভিজ্ঞতা থাকতে হবে State Nursing Council এর Registration এর পর থেকে।
Bangalore এ কি আমি Direct GNM বা Post Basic BSc Nursing Admission নিতে পারবো ?
হ্যাঁ , পারবে । কোন রকম Entrance Exam ছাড়াই 2024 সালে Bangalore এর নার্সিং কলেজ গুলিতে ভর্তি হতে পারবে যেটা তোমার রাজ্যে সম্ভব না , তোমার রাজ্যে ভর্তির জন্য তোমাকে প্রথমে Joint Entrance দিতে হবে এবং ভালো Rank করতে হবে ।
আমি Arts বা Commerce নিয়ে H.S পাস – আমি কি নার্সিং করতে পারবো ?
হ্যাঁ অবশ্যই পারবে। এমনকি তোমরা GNM পাস করে পরে BSc ও MSc নার্সিং করতে পারবে ।
আমি বাংলা মিডিয়ামে পড়েছি , Bangalore এ কি করে English এ নার্সিং পড়বো ?
আমি এই sector এ প্রায় দীর্ঘ 22 বছর আছি । তাই আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলেছি বহু ছেলে মেয়ে 15 বছর আগেও Bangalore এ পড়তে এসেছিল অজপাড়া গ্রাম থেকে , সেমি টাউন থেকে যারা সবাই Bangla Medium থেকে এসেছিল। ধীরে ধীরে তারা নার্সিং কলেজের Communicative English ক্লাস এর মাধ্যমে নিজেদের grooming করে নিয়েছিল এবং সুতরাং তোমরা যারা এখন নার্সিং এ ভর্তি হবে এটা নিয়ে চিন্তার কোন কারন নেই । তোমারাও ৬ মাসের মধ্যে সুন্দর English Communication শিখে যাবে।
Bangalore এর নার্সিং সার্টিফিকেট এর value কি একই হয় ?
এই প্রশ্নটা বহু অভিভাবক জেনে বুঝেই করে বলে আমি মনে করি । আপনার ছেলে মেয়ের H.S . Council / Board যদি অন্য রাজ্যে স্বীকৃতি পায় , তাহলে অন্য রাজ্য সরকারের দেওয়া ডিপ্লোমা / ডিগ্রী কেন আপনার রাজ্যে নয় ? – এটা অবান্তর ধারনা ।
প্রতিটি রাজ্যের নিজেস্ব নার্সিং কাউন্সিল আছে এবং সর্বোপরি Indian Nursing Council আছে । তুমি যে রাজ্যে থেকেই নার্সিং পাস করো না কেন সেটা অবশ্যই তোমার রাজ্যে মান্যতা প্রাপ্ত পাবে যদি সেই নার্সিং কলেজ – INC , State Nursing Council ও State Health University কতৃক স্বীকৃত হয় ।
আমি Bangalore এ নার্সিং পাস করে কিভাবে নিজের রাজ্যে Nursing Council এর registration transfer করবো ?
- এক রাজ্যে থেকে অন্য রাজ্যে Nursing Registration Transfer করানো কে বলা হয় Reciprocal registration । Reciprocal Registration করতে হলে প্রধান দুটি শর্ত –
- GNM/BSc নার্সিং এর internal এবং external এ আলাদ ভাবে প্রতি বিষয়ে 50% নম্বর থাকতে হবে ।
- যে হাসপাতালে তোমরা কাজ করবে, সেখান থেকে নুন্যতম 6 মাসের হাসপাতাল এর কর্মরত সার্টিফিকেট নিতে হবে ।
N.B:- কিন্তু তুমি যদি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতাল এ চাকরি করতে চাও বা যে রাজ্য থেকে তুমি নার্সিং পাস করেছো সেই রাজ্যে চাকরি করতে চাও সে ক্ষেত্রে Reciprocal করার কোনো প্রয়োজন নেই ।
নার্সিং এর Salary কত ?
- GNM এবং BSc নার্সিং একটা Professional Diploma / Degree – তাই এটাও একটা Skill যার Skill যত ভালো স্বাভাবিক ভাবেই সে তত বেশী উন্নতি করতে পারবে । একই সাথে Join করে কেও Metron Madam হয়ে যায় ,বা কেউ সাধারন sister হয়েই থাকে ।
ভারতে – GNM / BSc এর Starting salary
- Rs 15000 to 60000
Rs 60000 Salary কি কেউ শুরুতেই পাই নাকি ?
হ্যাঁ পাই , যারা AIIMS Hospital এর Nursing Officer হিসাবে Join করে তারা পায় ।
কেন Bangalore এ নার্সিং পড়তে যাবো ?- ওড়িশা , অন্ধ্র, তেলেঙ্গানা তে না ?
প্রতিবছর প্রচুর সংখ্যক বাঙালি ছেলে ও মেয়ে Bangalore এ নার্সিং পড়তে যায় । নার্সিং পড়ে শেষ করে অনেকেই কেন্দ্রীয় সরকারি যেমন Rail, army, AIIMS Hospital, PSU-Hospitals এর কর্মরত তার সাথে রাজ্যসরকারের হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল ও কর্মরত । কেউ কেউ নার্সিং পাস করে নার্সিং এর শিক্ষকতার সাথে যক্ত ।
সারা ভারতের আন্তরজাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালরে অবস্থিত । বহু মাল্টি ন্যাশনাল কোম্পানির সদর দফতর বাঙ্গালরে ।
অনেক নামি হাসপাতাল বাঙ্গালরে অবস্থিত হওয়াই , সারা ভারতের ও অনেক বিদেশিরাও চিকিৎসার জন্য বাঙ্গালরে আসে কম খরচে চিকিৎসা পেতে।
- Bangalore সারা ভারত এর Medical Education and Medical Treatment এর জন্য বিখ্যাত । বিদেশ থেকে বহু ছাত্র ছাত্রী Bangalore এ পড়তে আসে । যেটা কখনই ভারত এর অন্য শহর এ নয় ।
- Bangalore এর Hospital এবং College গুলির Infrastructure অন্যান্য State এর চাইতে অনেক ভালো এবং খরচ দিক থেকেও অনেক কম ।
- Bangalore এ নার্সিং এর খরচ – অন্য রাজ্যর খরচ এর অর্ধেক – এটাই বাস্তব ।
- Bangalore এর college গুলির Internationally কদর আছে । যদি তোমরা ভবিষ্যৎে বিদেশ যাও , আলাদা Advantage পাবে ।
- বেশীর ভাগ ভাল নার্সিং কলেজে প্লেসমেন্ট এর ব্যবস্থা আছে।
Proper Bangalore এ অনেক বাঙ্গালী চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে স্থায়ী ভাবে বসবাস করে । মোট জনসংখ্যার একটা বড় অংশ বাঙালি । বাঙালীর দুর্গাপূজা থেকে জলসা – সবই বিভিন্ন বাঙালি পাড়াতে হয় । IT-Sector – সব থেকে বেশী বাঙালি ছেলে মেয়ে Bangalore এ কর্মরত ।
Bangalore এর Weather :- ভারতবর্ষে যে কটা Metropolitan City আছে তার মধ্যে Bangalore এর জলবায়ু সব চাইতে মনোরম । কি শীত কি গরম সব সময় একটা সুন্দর শীতল মরসুম উষ্ণতা 15 – 20 degree centigrade এর মধ্যে থাকে ।
Bangalore এর কোন নার্সিং কলেজ গুলি খুব ভালো ?
ভর্তি হওয়ার শুরুতেই কিছু জিনিস নিজেরাই দেখে নাও :-
- নার্সিং কলেজ টার Indian Nursing Council ( INC ) affiliation আছে কিনা ?
- Proper Bangalore City তে কিনা ? বা City থেকে কত দূরে ?
- 3 years GNM বা 4 years BSc পড়া চলাকালীন কোনো সমস্যা হলে কে তোমার সাপোর্ট করবে ?
- সেই কলেজ এ আগে বাঙালি মেয়ে বা ছেলে পড়ছে কিনা ?
- সব থেকে বড়ো কথা – পাস করে Bangalore এ কে তোমার সাপোর্ট করবে Job খুঁজে পেতে নিজের রাজ্যে ?